বাঁশখালী টাইমস প্রতিবেদক: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ৮ পরিবারের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের পূর্ব বাঁশখালা এলাকার যতুর বাপের বাড়িতে (অজি আহমদের বাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১ ঘন্টার ব্যবধানে পুরো বাড়ি ভস্মিভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটির দেওয়াল ও টিনের এক চালা বাড়ির ওই এলাকার গোলাম মোস্তফা, নুরুল কবির, রবিউল আলম, আলমগীর, সাইফুল ইসলাম, মাহফুজ, নুরুল ইসলাম মনা, নুরুল আবচারের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত নিয়ে অনেকে চুলার আগুন ও গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরছে বলে মন্তব্য করেন। রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত নিয়ে প্রকৃত তথ্য এখনো জানা যায়নি। এঘটনায় বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, খাট-পালং, ধান ও নগদ টাকা সহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। এদের সবাই হতদরিদ্র। মাথা গুজার ঠাঁই আপন নীড়ের সর্বস্ব হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বাস করছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণেই ওই বাড়ীর পুরো ঘর গুলো আগুনে বিলীন হয়ে যায়।