BanshkhaliTimes

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন পরিষদ-১৩ এর ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবছরের ন্যায় চট্টগ্রাম বাঁশখালী থানার বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ-১৩ এর ইফতার ও দোয়া মাহফিল ৩১-০৫-১৯ রোজ শুক্রবার চট্টগ্রাম চকবাজারস্থ পাতিল রেস্টুরেন্ট সম্পন্ন হয়। পরিষদের অন্যতম সদস্য সায়েম বিন নুরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, জনবান্ধব ও শিক্ষাসংগঠক বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও একাধিক প্রতিষ্টানের প্রতিষ্টাতা সভাপতি এবং পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্জ্ব মুজিবুর রহমান চৌধুরী।

BanshkhaliTimes

ইফতার মাহফিলে পবিত্র কোরান তেলোওয়াত ও দোয়া করেন অত্র সংগঠনের অন্যতম সদস্য সাকিবুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম রানা। প্রধান মেহমান সংগঠনের সফল্যময় যাত্রা দেখে অত্যন্ত আনন্দিত হন। ভবিষ্যতে একমাত্র সৌহার্দ্যপূর্ণ একতাকে কাজে লাগিয়ে মার্জিত সমাজ উপহার দিতে পারেবন বলে আশাব্যক্ত করেন। অত্র সংগঠনের সদস্য সরকারী-বেসরকারী-ব্যবসায়ী-প্রবাসী সহ সবাইকে কর্মজীবনে সততা, দৃঢ়তা ও নিষ্ঠার সহিত কাজ করার আদেশ দেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *