মোঃরিয়াদুল ইসলাম রিয়াদঃ বাঁশখালীর বাস-সার্ভিস(স্পেশাল সার্ভিস-সুপার সার্ভিস)নাম শুনলেই চমকে ওঠে বাঁশখালীবাসী।তাদের ক্ষমতা, অাধিপত্য,নৈরাজ্য তে অসহায় বাঁশখালীর জনগণ।দুরে কোথায় যেতে জানতে পারলেই মনের ভিতর ভয় চলে অাসে প্রায় মানুষের।
অাজ থেকে প্রায় বিশ বছর অাগে থেকে বাঁশখালীর মানুষকে শোষন করেই চলছে এই বাস-সার্ভিস গুলো।এই ২০বছরে বাংলাদেশে কত কিছু পাল্টে গেছে,কত সরকার পরিবর্তন হয়ছে।কিন্তু পরিবর্তন হয়নি এই বাস-সার্ভিস গুলো।দিনের পর দিন তাদের শোষন বাড়তে থাকে।বাস-সার্ভিস এর নাম শুনলেই ভয়ে কাতর হয়ে পড়ে বাঁশখালীর অধিকাংশ মানুষ।
২০১৮সালে যখন বাঁশখালীর মানুষ জানতে পারল বাঁশখালীর উপর দিয়ে চলাচল করবে সান-লাইন বাস-সার্ভিস।এই খবর শুনার পর বাঁশখালীর অধিকাংশ জায়গায় মিষ্টিমুখ এবং অানন্দ মিছিল হয়। তখন খুশী তে আত্মহারা বাঁশখালীর জনগণ।
কিছুদিন পর সানলাইন বাস-সার্ভিস টিকই বাঁশখালী দিয়ে চলাচল করতে লাগল।কিন্তু তাতে বাঁশখালীর মানুষ উটতে পারলনা।তখন বাঁশখালীর মানুষের মুখে মুখে শুনা গেল।অামার ঘরে বিয়ে অথচ অামি দাওয়াত পাইলাম না।
তখন বাঁশখালীর মানুষ অপেক্ষা করতে লাগল।বলতে লাগল বাঁশখালী তে অনেক মাটি ও মানুষের নেতা রয়েছে।হয় ত তাদের মধ্যে কেউ অগ্রদুত হয়ে এসে বাঁশখালীর জনগণ কে মুক্তি দিবে।কিন্ত কোন নেতা অাসল না।বরং ঐসব মাটি ও মানুষের নেতারাই বাস-সার্ভিস গুলো কে অার ক্ষমতা প্রধান করতে লাগল।এইসব দেখে বাঁশখালীর মানুষ তখন নিরাশ হয়ে সব অাশা ছেড়ে দিল।
হটাৎ ২০১৯সালের শেষে ঘোষনা এল বাঁশখালী তে চলাচল করবে এস-অালমের বাস-সার্ভিস।এইবার বাঁশখালীর মানুষ বলতে লাগল।এস-অালম খুবই শক্তিশালী কোম্পানি।এইবার অামাদের মুক্তি হবে।তখন সবাই খুশি হয়ে উল্লাস করতে লাগল।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখতে লাগল।চারদিকে হইচই পড়ল।
কিছুদিন পর এস-অালম বাস-সার্ভিস চলাচল শুরু করল।তারা ঘোষনা দিল বাঁশখালী তে কোন যাত্রী উটা-নামা করবেনা তারা,অথচ তারা বাঁশখালীর উপর দিয়ে চকরিয়া,পেকুয়া,মহেশখালী যাবে।
এই খবর শুনার পর উত্তাল হয়ে গেল বাঁশখালীবাসী,ছাত্র-সমাজ থেকে শুরু করে সুশীল-সমাজ সবাই প্রতিবাদে মুখরত হয়ে উঠল।লিখালিখি শুরু করল সামাজিক যোগাযোগ মাধ্যমে।যে যার মত করে প্রতিবাদ শুরু করল।
এত কিছুর পরেও নিশ্চুপ রইল বাঁশখালীর মাটি ও মানুষের নেতাগুলো। হয়তো তারা জনগণের কষ্ট ও ভাষা বুঝতে পারলনা।
অতীতে অনেক ছাত্র-সমাজ সামাজিক সংগঠন প্রতিবাদ, মানববন্ধন,স্বারকলিপি,থেকে শুরু করে সব কিছু করেছিল। কিন্তু তারা বড় বড় রাঘব-বোয়ালদের সাথে পেরে উঠল না।