
বাঁশখালী টাইমস: ডিজিটাল বাংলাদেশের থিমকে সামনে নিয়ে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে চিটাগং স্পাইডার সিকিউরিটি।
বর্তমান সময়ে বাসাবাড়ি, দোকান ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের গুরুত্ব দিন দিন বাড়ছে। বড় ধরণের আর্থিক ক্ষতি ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে সিসি টিভি ক্যামেরার চাহিদা বাড়ছে সমানভাবে।
এ চাহিদাকে সামনে রেখে বাঁশখালীসহ সমগ্র চট্টগ্রামে স্বল্প খরচে মানসম্মত সিসিটিভি ক্যামেরা বসানো এবং অর্ডার সাপ্লাই করছে চিটাগং স্পাইডার সিকিউরিটি।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী শহীদুল ইসলাম বাঁশখালী টাইমসকে বলেন- ‘মানুষের মাঝে দিনদিন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, নিরাপত্তা বিষয়ে সোচ্চার হচ্ছে। এতে দুর্ঘটনা অনেকাংশে কমে যাচ্ছে। নিরাপত্তা চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা কম খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সেবা দিয়ে যাচ্ছি।’
এর প্রধান অফিস নগরীর রাহাত্তারপুলস্থ আজিজ টাওয়ার এবং বাঁশখালী শাখা অফিস চাঁদপুর বাজার পুকুরিয়ায়। যোগাযোগ: ০১৮১৪৭৮৮৮৫০, ০১৭৬১৪৭৫৮১৬