বাঁশখালী টাইমস: ফেব্রুয়ারী মাসে বান্দরবান জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ‘লামা থানা’। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) লামা থানার অফিসার ইনচার্জ বাঁশখালীর কৃতিসন্তান মোহাম্মদ মিজানুর রহমানকে পুরস্কৃত করেন।
আজ ১৮ মার্চ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব জেরিন আখতার বিপিএম।
ওসি মিজান ইতোপূর্বে ৫৫ কিলোমিটার সুবিস্তীর্ণ হাইওয়ে থানার সড়ক পরিবহণে শৃঙ্খলা, মাদক পাচার ও দুর্ঘটনা রোধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছিলেন
মহাসড়কে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তায় সরকারি উদ্যোগের পাশাপাশি ওসি মিজানের ব্যক্তিগত উদ্যোগ সমূহ বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে।
নিরাপদ সড়ক ও মাদক পাচার রোধে সাহসী ভূমিকা রাখায় চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক একাধিকবার সম্মাননা ক্রেস্টে ভূষিত হয়েছেন নির্ভীক এই পুলিশ অফিসার।
ওসি মিজানুর রহমান ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে।