বাণীগ্রাম স্কুলে ( Banigram School ) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক সমাবেশ ও প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বি.এল.এফ কমান্ডার ডা. আবু ইউসুফ চৌধুরী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) তপন মিত্র চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দ. জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (অর্থ) মো. আবদুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার স্বপন কুমার ভট্টাচার্য্য প্রমূখ। অনুষ্ঠানে প্রাক্তন কৃতি ছাত্র ৪৮ জন বীর মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেষ্ট প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি