BanshkhaliTimes

সাধনপুর স্কুলের হীরকজয়ন্তীর রোড শো শুক্রবার

রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত রাজনৈতিক পথিকৃৎ, বিপ্লবী কথাসাহিত্যিক, ভাষাসৈনিক, সাবেক সাংসদ, বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়’ এর ৭৫ তম প্রতিষ্ঠবার্ষিকী (হীরক জয়ন্তী) উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সম্মিলন ২০১৮ আয়োজন উপলক্ষে রোড শো আগামীকাল ২৬ অক্টোবর।
শুক্রবার সকাল ৮ টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ২নং সাধনপুর ইউনিয়নব্যাপি এক বর্ণাঢ্য রোড-শো’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হবে।

এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সর্বসাধারণের অংশগ্রহণসহ সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হীরক জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সম্মিলনের প্রধান উদ্যোক্তা চৌধুরী জসীমুল হক। এই দিকে অনুষ্ঠিতব্য মিলনমেলায় র‌্যালি, সাংস্কৃতিক কর্মকান্ড, ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণ, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইত্যাদিতে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া বর্তমান অধ্যায়নরত ছাত্র-ছাত্রীর উন্মুক্ত রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, চিত্রাংকন, যেমন খুশি তেমন সাঁজ, উপস্থিত কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ কবিতা আবৃত্তি, গণসংগীত, লোকসংগীত, আঞ্চলিক গান, মাইজভান্ডারী সংগীত, কবিগান, দেশের গান, লোকনৃত্য, হিফ্হফ্ ডান্স, নাটক, মূকাভিনয়, যাদু প্রদর্শন ও ব্যান্ড সংগীত আয়োজন থাকবে।

তাছাড়া অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক প্রবন্ধ-নিবন্ধ ও গবেষণাধর্মী লেখা নিয়ে তথ্যবহুল স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রত্যেকেরই নাম নিবন্ধনসহ আগ্রহী লেখকদের নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *