BanshkhaliTimes

বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান

BanshkhaliTimes

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কেন্দ্র আজ ৯ জানুয়ারি সকাল ১০টায় ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী ও প্রধান শিক্ষক এ. কে.এম মঈন উদ্দীন।

দুপুরে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের টিকা কেন্দ্রের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

আজ টিকা প্রদান করা হয়েছে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ও রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আগামীকাল (১০ জানুয়ারী) টিকা প্রদান করা হবে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় ও হাজীগাঁও বরুমচারা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের। আগামী ১১ জানুয়ারী টিকা প্রদান করা হবে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *