বাণীগ্রাম শ্রী শ্রী লোকনাথ ফাউন্ডেশ‌নের কমিটি গঠিত

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম শ্রী শ্রী লোকনাথ ফাউন্ডশনের কমিটি গঠন করা হয়ে‌ছে। এ উপলক্ষে রবিবার (২০ অ‌ক্টোবর) রাতে ফাউন্ডেশন‌ের কার্যালয়ে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় সর্বসম্মতিক্রম সমাজস‌েবক প্রদীপ মিত্র চৌধুরীকে সভাপতি ও ‌কেডিএস স্টীলের সহকারী প্রকৌশলী জয় আচার্য্যকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও অন্যান্য পদ মনোনীতরা হলন, সহ-সভাপতি বাদল ভট্টাচার্য্য, উৎপল দ, বিপ্লব আচার্য্য, পন্ডিত শ্রী সুমন আচার্য্য, রাখাল দাশ, যুগ্ম সম্পাদক পলাশ দে, উজ্জ্বল দাশ, অর্থ সম্পাদক শিক্ষক উত্তম ‌দে (হীরা), সহ-অর্থ সম্পাদক মিল্টন দে (মিটু), সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈকত আচার্য্য, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বন্ধন ভট্টাচার্য্য, প্রীতম আচার্য্য, দপ্তর সম্পাদক টিটুল দ, সহ-দপ্তর সম্পাদক ছোটন দাশ, প্রচার সম্পাদক বিপ্লব দে, সহ-প্রচার সম্পাদক নিশাত দে, সাংস্কৃ‌তিক সম্পাদক সুমন দাশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার পাল, আইন বিষয়ক সম্পাদক এড‌ভােক‌েট সীমা রানী দাশ, আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক নয়ন দে, মহিলা সম্পাদিকা শিক্ষিকা রত্না দ, রিক্তা ঘোষ, পূজা পরিচালনা সম্পাদক প্রদীপ শর্মা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেন্টু‌ দে, নির্মল দে, রুবেল শীল, ইমন শীল, সাগর শীল, প্রকাশ দাশ প্রমুখ। আগামী ১ জানুয়ারী ২০২০ ইং হইত ৩১ ডিস‌েম্বর ২০২৪ ইং পর্যন্ত এই কমিটি দা‌য়িত্ব পালন কর‌বে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফাউন্ডেশন‌ের উন্নয়‌েন সকলের সহ‌যােগিতা কামনা কর‌েছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *