বাঁশখালী টাইমস: বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহমদ হোসেন নামে ৬৫-৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পীং মৃত দুলা মিয়া, প্রেমাশিয়া ৭ নাম্বার ওয়ার্ড খানখানাবাদ।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস-এর নাম্বার চট্টগ্রাম -জ ০৫-০০৩৮
সিএনজি নং চট্টমেট্রো থ-১৩
আহমদ হোসেন খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় দুলা মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আছিয়া খাতুন (৫০)।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা বাঁশখালী টাইমসকে জানান, বাণীগ্রামের বাইন্নাপাড়া এলাকায় শহর থেকে আসা বাঁশখালীমুখী একটি বাস ও শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহমদ হোসেন নামে এক বৃদ্ধ মারা গেছেন। শরীর থেকে তার পা ছিটকে গেছে। আহত হয়েছেন ওই বৃদ্ধের স্ত্রীও। দুর্ঘটনার পর রাস্তা কিছুক্ষণ বন্ধ ছিল।