সাধনপুর প্রতিনিধি : আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা বানীগ্রাম স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। তারই প্রেক্ষিতে বাঁশখালী ( Banshkhali ) উপজেলা মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ ২০১৬ গঠিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে প্রধান পৃষ্টপোষক করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা, দক্ষিণজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) আবদুর রাজ্জাককে চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম খোরশেদকে সদস্য সচিব করে মোট ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত বিজয়মেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত বানীগ্রাম স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।