সাধনপুর প্রতিনিধি : বাণীগ্রামের বৈলগাঁওয়ে মুসল্লি জনতার ব্যানারে আজ বাদে জুমা এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে নির্যাতনের প্রতিবাদে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে মিয়ানমারের এই নির্যাতন বন্ধ করে।
মিছিলশেষে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি রহমত কামনা করে মুনাজাত করা হয়।