
বাঁশখালীর বাণীগ্রামে অবস্থিত মগ শাসন আমলে নির্মিত হাজার বছরের ঐতিহ্যের স্মারক, প্রাচীন মন্দির পরিদর্শন করলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ। এ স্থাপনাটি সুদীর্ঘকাল বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের আবাসিক হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
প্রাচীন এই মন্দিরটি শিখ সম্প্রদায়ের বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।
বাঁশখালীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্ন সম্পদের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সংক্রান্ত উদ্যোগে সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি