তাফহীমুল ইসলাম, বাঁশখালী- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির (একাংশ) ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বিকেলে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া অংশে নবগঠিত উপজেলা কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী পৌরসভা বিএনপি নেতা মুফিজুর রহমান, মোস্তাক আহমদ, উপজেলা বিএনপি নেতা হাজী ছাবের আহমদ, মেম্বার ইব্রাহিম, মেম্বার জাফর আহমদ, বখতিয়ার উদ্দীন, মেম্বার ফজল কাদের, বদিউল আলম, আজগর হোসেন, আকবর সিকদার, জাকারিয়া সিকদার, কায়কোবাদ, আতাউর রহমান কাইসার, চৌধুরী মুবিন, আবুল হোসেন, মুহিউদ্দীন আজাদ চৌধুরী, আবু তাহের, এডভোকেট তৌহিদ, মুফিজ, জসীম, রমিজ, ফরহাদ, সৈয়দ, জমির, এম ইসহাক ছানবী, ওসমান গণি, ইলিয়াছ, মোস্তাক, খন্দকার শুয়াইব, সাবেক ছাত্রনেতা আবদুল আলিম, মিজানুর রহমান সিকদার, সৈয়দ টিটু, শাহেদ, ওসামান গণি, নুর মুহাম্মদ, হেলাল, দিলদার এইচ রানা, ইলিয়াছ আজাদ, আদনান ওয়াহেদ, এহসান তানভীর রানা, শুয়াইব, জুনাইদ করিম, মিজান, রিদোয়ান, সুমন, মনির, সাইফুল, নুর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদ জানিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করা হয়।
পরে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির (একাংশ) নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চেচুরিয়া থেকে শুরু হয়ে বৈলছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার চেচুরিয়াস্থ এস কে বি কনভেনশন হলে এসে শেষ হয়।