বাঁশখালী টাইমস: বাঁশখালীভিত্তিক পাঁচমিশালী ম্যাগাজিন ‘প্রিয় বাঁশখালীর চলতি সংখ্যা প্রকাশিত হয়েছে। বহুল আলোচিত ইউনিয়ন পরিষদের আদ্যোপান্ত নিয়ে প্রচ্ছদ কাহিনী লিখেছেন কাজী খুররম জা মুরাদ। সদ্য সমাপ্ত বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির বিস্তারিত ফিচার, খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানীর কলাম, পরিবহণ সমস্যায় যাত্রীদের মন্তব্য, পল্লী বিদ্যুতের চলমান নৈরাজ্য, জলকদর খালের ইতিবৃত্ত ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়াও নিয়মিত বিভাগ ছড়া-কবিতা-গল্প, খেলাধুলা, সফলমুখ, উন্নয়ন এ সংখ্যাকে সমৃদ্ধ করেছে। তুখোড় লেখক কাজী শাহরিয়ারের সম্পাদনায় নির্বাহী সম্পাদক ছিলেন এস এম জসীম উদ্দীন। মাত্র ২০ টাকা মূল্যে চট্টগ্রাম শহর ও বাঁশখালী থেকে ম্যাগটি সংগ্রহ করা যাবে।