আজ কবির মৃত্যুদিন
এস.এম.শামীম
সাহিত্যের কাননে সাম্যের ফুল,
বাঙালির জাতীয় কবি বিদ্রোহী নজরুল।
কলমের নিবে কাবু করেছে অত্যাচারীর হাত,
বৈষম্যের গলায় চালিয়েছে অধিকারের শাণিত করাত।
অন্যায়ের বিরুদ্ধে ফুঁসেছিল যাঁর প্রতিটি রক্তকণা,
জবাবে কেঁপেছে মসনদ বেড়েছে শাসকের মনযন্ত্রণা।
বঞ্চিত নারীর চিৎকার, মানবতার হাহাকার,
ধর্ম বর্ণ ভেদাভেদ পিষে এক করেছে সব মনুষ্য কাতার।
সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদের উত্তম ভাষা,
ভালোবাসার সুতোয় বেঁধেছে ধনী গরিব মহাজন চাষা।
কেউ না বুঝলেও কবি বুঝত ক্ষুধার্তের জ্বালা,
যুত শব্দের শাবল ছুঁড়ে ভেঙেছে মজুতদারের তালা।
গানে গানে লেখা নিপীড়িত মানুষের মুক্তির জয়গান,
কবিতার চরণে বিচ্ছুরিত আলোয় ঝলমল অন্ধ সোপান।
নবি প্রেমে মশগুল শৈশবে ছিলেন মুয়াজ্জিন,
মসজিদের পাশে শুয়ে থাকা কবির আজ মৃত্যুদিন।