বাঁশখালীতে বিশ্ব মহামারী ‘করোনা ভাইরাস’ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সারাদিন ব্যাপী কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ও মাইকিং করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শোয়াইবুল ইসলাম জানান, ‘করোনা ভাইরাস’ কোভিড-১৯ সম্পর্কে গ্রামের মানুষ এখনো সচেতন হয়নি। মানুষ হাটবাজারে খোশমেজাজে গল্পগুজব করছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ শুক্রবার সারাদিন নিজেরা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কাথারিয়া ইউনিয়নের চুনতি বাজার থেকে শুরু করে দক্ষিণ বাগমারা, হাজিপাড়া, ধোপাপাড়া, মাস্টারপাড়া, অলিশাহ মার্কেট, মাহফুজ মিয়া পুকুরপাড়, নোয়াপাড়া এলাকায় বিশ্ব মহামারি ‘করোনা ভাইরাস’ কোভিড-১৯ নিয়ে মানুষকে মাইকিং করে সচেতন করার পাশাপাশি জীবানুনাশক স্প্রে করি।
বাগমারা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন, সংঠনের নির্বাহী সদস্য জুলাষ্কার, শোয়াইবুল ইসলাম, নেচার উদ্দিন, শাহাব উদ্দিন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি