বাংলাদেশ থেকে বিতাড়িত ভারতে আশ্রয় নেয়া বির্তকিত ইসলাম বিদ্বেষী লেখিকা তাসলিমা নাসরিনের জবান বন্ধ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না।
আজ শনিবার নিজের ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি নিজে।
তিনি লিখেছেন… “সকালে উঠে দেখি আমি কথা বলতে পারছি না। কোনও স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। সাইন ল্যাংগুয়েজ কোনওদিন শিখিনি, কিন্তু দিব্যি ওটাই চালাচ্ছি। কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানিনা। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না “
দুপুর আড়াইটার দিকে দেয়া এ স্ট্যাস্টাসে অনেক ভক্ত তাকে ডাক্তার দেখানো এবং বিভিন্ন চিকিৎসার পরামর্শ দিয়ে কমেন্টস করেছেন।
তবে অনেকে ব্যাপারটিকে সিরিয়ার্স ভাবে নিচ্ছে না।
(নাসরিনের এ ফেসবুক ফেইজটি ফেসবুক কর্তৃপক্ষের ভেরিফাই করা ফেইজ)
সৌজন্যে: সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী