চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মানবিক পুলিশ কর্মকর্তা জনাব মোহাম্মদ নেজাম উদ্দিন পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাতের প্রাক্কালে বাকলিয়া থানায় অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হওয়ায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের মানবিক কার্যক্রমের স্মরণিকা হস্তান্তর করেন স্বপ্নযাত্রী মহানগর শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর বিভিন্ন শাখার মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন মানবিক এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া তিনি মহানগর শাখার ফুডব্যাংক ইভেন্ট কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সাথে থাকার জন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি