বাংলা সংসদের সম্মেলনে প্রিয় বাঁশখালী’র মোড়ক উন্মোচন

চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সংগঠন বাংলা সংসদ’র(০৬-০৭ব্যাচ) ‘বন্ধু সম্মিলন ও ইফতার সন্ধ্যা’ নগরীর জিইসি মোড়স্থ বাসমতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ইফতার পরবর্তী আলোচনা সভায় প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ সমন্বয়কের বক্তব্য রাখেন শহিদুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন, জোনাইদুল ইসলাম, জামশেদুল ইসলাম, জালাল উদ্দীন, রেজাউল করিম।

বাংলা সংসদের কার্যক্রম নিয়ে মতামত ব্যাক্ত করেন আবু আহমেদ,আরাফাতুল ইসলাম, মোঃ হোসাইন,মোঃ নাজিম উদ্দিন, ফয়েজ উল্লাহ, তামিম,দীপজয়, মুরাদ, ইরাজ, ইলিয়াস, মিঠু,শাহেদ, এরশাদ ,ছোটন, এহসান,মোঃ ইউনুস প্রমুখ। পাঁচমিশালী ম্যাগাজিন ‘প্রিয় বাঁশখালী’র মোড়ক উম্মোচনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

উল্লেখ্য, পজেটিভ বাঁশখালীকে তুলে ধরার জন্যে প্রিয় বাঁশখালী ম্যাগাজিনটি এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। বাশখালী নিয়ে নেগেটিভ ধারণা লালন করে থাকে আমাদের আশেপাশের থানার বন্ধুরা। উপস্থিত ছিলেন বাঁশখালীর আশেপাশের প্রায় সব থানার বন্ধুরা। তাছাড়া ভোলা, হাতিয়া, কক্সবাজার, টেকনাফ, বান্দরবানের বন্ধুরা বাঁশখালী নিয়ে এমন একটি প্রকাশনা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সবাই।
( প্রেস বিজ্ঞপ্তি)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *