বাংলা একাডেমী পুরস্কার-২০১৮ পেলেন যারা

২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন চার কবি ও লেখক। তারা হচ্ছেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী।

BanshkhaliTimes

২৮ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজয়ী পাবেন সম্মাননা, ক্রেস্টসহ নগদ দুই লক্ষ টাকা। পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্ভোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *