মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের নবাগত কমিটি গঠনকল্পে সাধারণ ও নির্বাচনীয় সভা ২০২১ শনিবার (২৩ অক্টোবর) ফটিকছড়ি উদালিয়া চা বাগানে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ চা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে নির্বাচনীয় সভায় ২০২১-২০২৩ সালের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ফটিকছড়ি উদালিয়া চা বাগানের ব্যবস্থাপক (মোস্তফা গ্রুপ) মোঃ রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক (সিটি গ্রুপ) মোঃ আবুল বাশার। এ কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- রাঙ্গাপানি চা বাগানের ম্যানেজার উৎপল বিশ্বাস, আন্দার মানিক চা বাগানের ম্যানেজার আখতারুজ্জামান, নাসেহা চা বাগানের ম্যানেজার মনির হায়দার। এদিকে নির্বাচিত সদস্যরা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কমিটির দায়িত্ব পালন করবেন বলে নির্বাচক কমিটি সূত্রে জানা যায়।
