বাঁশখালীর পশ্চিম চাম্বল বাংলাবাজার সেতু হঠাৎ করে বন্ধ করে আজকে থেকে সংস্কার কাজ শুরু করায় এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ জনগণ বিপাকে পড়েছে।
এলাকাবাসীর দাবি, পরীক্ষা চলাকালীন সময়ে সেতুর সস্কারের কাজ শুরু করা উচিত হয়নি।
এতে গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ও গন্ডামারা গ্রামের স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে যেতে বিড়ম্বনার সম্মুখীন হতে পারে।
এসব পরীক্ষার্থীদের চাম্বল উচ্চ বিদ্যালয় ও পুঁইছড়ি মাদরাসার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার একমাত্র পথ হচ্ছে বাংলাবাজার সেতু পার হয়ে।
অভিভাবক ও স্থানীয়দের আবেদন, পরীক্ষার্থীদের প্রতি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যেন এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া হয়।