এশিয়া কাপের ফাইনালে ভারতকে ২২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
স্কোর: বাংলাদেশ ২২২/১০ (৪৮.৩ ওভার)।
লিটনের সেঞ্চুরির পরও বাংলাদেশের ২২২
ওপেনিং জুটি ১২০ রানের। লিটন দাস করলেন ১২১। তারপরও ৯ বল বাকি থাকতে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ২২২ রানেই! আগের ম্যাচগুলোতে ব্যর্থ হয়েছিল টপ অর্ডার, হাল ধরেছিল মিডল অর্ডার। কিন্তু ফাইনালে হলো উল্টোটা! মিডল অর্ডারের তিন ভরসা মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ- তিনজনের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
একটা সময় বিনা উইকেটে ১২০ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫১। ৩১ রানের মধ্যেই নেই ৫ উইকেট! এরপর লিটন ও সৌম্য সরকারের ৩৭ রানের একটা জুটি। বিতর্কিত সিদ্ধান্তে লিটনের আউটের পর ধসে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। ৪০ রানে পড়েছে শেষ ৫ উইকেট। ৩৩ রান করে রান আউট হন সৌম্য। শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড রুবেল হোসেন।
৪৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার কুলদীপ যাদব। কেদার যাদব ৪১ রানে নেন ২ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহালের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।