BanshkhaliTimes

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে ম্যাচ-উইনার পুরস্কার দিচ্ছেন বাঁশখালীর মোস্তাফিজুর রহমান সিআইপি

মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদঃ গতকাল শ্রীলংকায় কলম্বোর রানাসিংগে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার দ্বিতীয় ওয়ানডডে ম্যাচ শেষে খেলোয়াড়দের ম্যান উইনার পুরস্কার তুলে দেন বাঁশখালীর মাস্টার নজির আহমদের পুত্র স্মার্টগ্রুপের চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলংকা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের স্পন্সর হিসাবে রয়েছে Ring ID।

Ring ID পরিচালক ও স্মার্টগ্রুপের চেয়ারম্যান হলেন মাস্টার নজির অাহমদের পুত্র বাঁশখালীর গর্ব অালহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী সিআইপি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *