BanshkhaliTimes

বাংলাদেশ মহিলা যুবলীগের বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ মহিলা যুবলীগের বাঁশখালী উপ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১৭ নভেম্বর) বিকাল ৪ টায় পৌরসদস্থ জলদী গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা যুবলীগের নেত্রী রাওকাতুন নুর চৌধুরীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।উদ্ভোধক ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা যুবলীগের আহবায়ক এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি,উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা যুবলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের প্যানেল মেয়র ডেইজি সরোয়ার,কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী,কার্য্য নির্বাহী সদস্য কামরুন্নাহার লিপি,উছমিন আরা বেলী,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার,
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা,বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,কালীপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ নেত্রী কামরুন নাহার,দিপু সেন,রোকসানা আহমেদ সুখী,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রায়হান জান্নাত,মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রোজিনা সুলতানা সহ আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বিরোধীদলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *