BanshkhaliTimes

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন বাঁশখালীর কৃতিসন্তান মো. মুজিবুল হক

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন বাঁশখালীর কৃতিসন্তান মো. মুজিবুল হক। তাঁর বাড়ি সাধনপুর ইউনিয়নের দীঘির পাড়া গ্রামে। তিনি মরহুম আলহাজ্ব আলী আহমদ চৌধুরীর নাতি ও মরহুম রফিক আহমদ চৌধুরীর দ্বিতীয় পুত্র।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে সম্মানসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এ পর্যন্ত চট্টগ্রাম ও ময়মনসিংহসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র‍্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *