বাঁশখালীর দক্ষিণ জলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে বাংলাদেশ ফুটবল এন্ড ক্রিকেট সাপোর্টার্স ফোরামের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ হারুন (রানা)। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার এস.আই বাবু বিমল কুমার দাস, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, শিক্ষক রুবেল দে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর পরিচালক প্রকাশ বড়ুয়া।
বাংলাদেশ ফুটবল এন্ড ক্রিকেট সাপোর্টার্স ফোরাম অানুষ্ঠানিকভাবে বাঁশখালী ফুটবল একাডেমীকে ১০ টি ফুটবল, জার্সি, ১৫টি কোন, ৪০টি মার্কার প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক প্রথম আলোর বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক হিমেল বড়ুয়া বাপ্পা।
প্রেস বিজ্ঞপ্তি