আমাদের স্বাধীনতা
জুবাইর জসীম
মুজিবের ডাক শোনে সব কিছু ভুলি
হাতে নেয় লাঠিসোটা বন্দুক গুলি।
স্বাধীনতা নিয়ে আসে লাখে লাখে লোক
কেউ সুখে উচ্ছ্বাসে কেউ করে শোক।
বুকজুড়ে স্বাধীনতা মুখজুড়ে হাসি
ভাটিয়ালি গান গায় মাঝি আর চাষি।
পাখিদের মতো যেন আকাশের বুকে
ডানা মেলে স্বাধীনতা উড়ে যায় সুখে।
সবুজের বুক জুড়ে প্রতিদিন ভোরে
আমাদের স্বাধীনতা পতপত ওড়ে।
তার বুকে সুখ স্মৃতি ইতিহাস গাথা
আজীবন উজ্জ্বল রবে তার পাতা।