BanshkhaliTimes

বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উপজেলার শীলকূপ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
শুক্রবার বেলা ৩ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচীতে সোসাইটির উপদেষ্টা পরিষদ সদস্য মু. মুজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু ছালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহসেন।

প্রধান অতিথি কৃষিবিদ আবু ছালেক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন এবং সকলকে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপনের আহবান জানিয়েছেন। আজ বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়। আয়োজকদের প্রায় সবাই যুবক ও তরুণ। এরকম সৃজনশীল কাজের মাধ্যমেই সমাজে পজিটিভ পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী জেনারেল হাসপাতালের ম্যানেজার মু. আব্দুর রহিম, শীলকূপ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মু. ফজল কাদের বাদশা, বাঁশখালী হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি লোকমানুল হক নকীব, সাধারণ সম্পাদক মু. ওমর ফারুখসহ সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সংগঠনের উদ্যোগে এ সময় ৪ শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *