বিটি ডেস্ক: ২০ আগস্ট শনিবার বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসাকে সালমা-আদিল ফাউন্ডেশন ৫০ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে। এ অনুদান মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের জন্য প্রদান করা হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহমদুল ইসলাম চৌধুরীর মেয়ে সালমা খানম ও জামাতা জিয়াউদ্দিন আদিলের সমাজ কল্যাণমূলক সংস্থা সালমা-আদিল ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন করোনাকালেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। দাতার ইচ্ছেক্রমে তার মাতার নামে ভবনের নামকরণ করা হবে ‘আরিফা খানম ভবন’।
ফাউন্ডেশনের পক্ষে ইঞ্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী রিফাত হামেদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন নেছারীর হাতে ৫০ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মচারীবৃন্দ।
বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। একই কমপ্লেক্সের মধ্যে রয়েছে তরিকতের খানকাহ, জামে মসজিদ, এতিমখানা, হেফজখানা, একাডেমী (কিন্ডার গার্টেন)।