তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসায় সাজ সকালে শুরু হয় মহান স্বাধীনতা দিবস উদযাপন। সকাল আটটায় শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মাদরাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল দশটায় শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শাহিদা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে- মাদরাসা গভর্ণিং বডির সদস্য আদিল মুহাম্মদ সরফরাজ চৌধুরী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি শাহিদা আকতার জাহান, মাদরাসার অধ্যক্ষ জমির উদ্দীন নেছারী, উপাধক্ষ্য মুজিবুর রহমান নেজামী, আরবী প্রভাষক মাওলানা খুরশেদুল আলম, বিএসসি শিক্ষক রমিজ উদ্দীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বাধীন দেশের নাম আমাদের বাংলাদেশ। আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বর্তমান সরকারের শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু বর্তমান সরকারের মতো শিক্ষা খাতকে এতো বেশি গুরুত্ব কোন সরকার দেয়নি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন- মাদরাসার অধ্যক্ষ জমির উদ্দীন নেছারী।