সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটে বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ করেন সাধারণ যাত্রীরা।
এ সময় ২৬/২৮টি গাড়ী থামিয়ে অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়।
প্রতিবাদকারীরা পরিবহন নৈরাজ্য হতে মুক্তি পেতে থানায় স্মারকলিপি প্রদান করেন।
তারা বলেন- ‘এই রুটে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা যাতায়াত করে। তাদের কষ্ট বুঝার কেউ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে তা আজ লিখিতভাবে থানাকে অবহিত করেছি৷
আশা করছি একটা গ্রহনযোগ্য সমাধান পাবে সাধারণ যাত্রীরা। আজ আমরা পরিবহন নৈরাজ্যের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সাহেবের হাট এলাকায় তার প্রতিবাদ করি এবং অতিরিক্ত ভাড়া ফেরত নিশ্চিত করি।আসলে আমরা সচেতন নই বলে এমন নৈরাজ্য বছরের পর বছর চালিয়ে যাচ্ছে। গতবার ঈদের আগেও এই সাহেবের হাটে ভাড়া নৈরাজ্য বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল।
এ বিষয়টি সোসাল মিড়িয়ায় আসলে বি.আর.টি এর ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কর্ণফুলী ব্রীজের দক্ষিণ পাশে তল্লাশি চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বাস পরিবহন কতৃপক্ষকে জরিমানা করছেন। অবশ্য এই অনিয়মের বিরুদ্ধে আমরা কজন বার বার এভাবে প্রতিবাদ করতে বের হওয়া সম্ভব নয়, এবং এটা আমাদের কাজও নয়, সুতরাং প্রত্যেক যাত্রীদের উচিত অতিরিক্ত ভাড়া না দিয়ে ন্যায্যতার জন্য সকলকে প্রতিবাদী হতে হবে।