মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে সড়কে চলাচলকারী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকারী নির্ধারিত নিয়ম অনুসারে ভাড়া আদায় ও উন্নত বাস সার্ভিস চালু করার দাবিতে বাঁশখালী সকল মিডিয়াকর্মীদের তত্ত্বাবধানে উপজলের সর্বস্তরের সাধারণ জনগনের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ ও সেতু মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১.৩০ মিনিটে বাঁশখালীর বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে দক্ষিণ অন্যতম চট্টগ্রাম-কক্সবাজার সড়কের একমাত্র বিকল্প সড়ক বাঁশখালী পিএবি প্রধান সড়ক ও অভ্যন্তরিণ সড়কগুলোতে চলাচলকারী বাস ও সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকার নির্ধারিত নিয়ম অনুসারে ভাড়া আদায়, উন্নতমানের বাস সার্ভিস চালু করার দাবী, পরিবহন ব্যবস্থার নৈরাজ্য ও বাস স্টাফদের অভদ্র ব্যবহারে সাধারণ যাত্রীদের পরিত্রাণের দাবিতে বাঁশখালীর সকল মিডিয়াকর্মীদের পক্ষ থেকে আল জামিয়াতুল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসা দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের স্মারকলিপি প্রদান করেন।
এ সময় স্মারকলিপি প্রদান কালে উপস্হিত ছিলেন,বাঁশখালী আইনজিবী কল্যান পরিষদের সভাপতি এড.আজিজ উদ্দীন হায়দার, এড.নাছির উদ্দীন,অর্থ সম্পাদক এড.দিদারুল আলম,
বিশিষ্ট রাজনিতীবিদ চট্টগ্রাম অরবিট ও শরীফা আর্ট স্কুল এন্ড কলেজের পরিচালক আমিরুল হক (এমরুল কায়েশ),আওয়ামীলীগ নেতা আতাউল করিম, এড.শওকত ইকবাল,এড.সাজ্জাদ হোসাইন তালুকদার,বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েশ সরওয়ার সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন (হামিদ),যু্বলীগ নেতা ফারুক সিকদার, ছাত্রলীগ নেতা মোঃ বেলাল উদ্দীন,শেখেরখীল যু্বলীগ নেতা জাকের, সিপ্লাস অনলাইন পত্রিকার বাঁশখালী প্রতিনিধি জসিম উদ্দীন, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমূখ।
এই স্মারকলিপিতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, মেয়র, সাবেক মেয়র,বাঁশখালী উপজেলার সকল অফিসার,ইউনিয়ন পরিষদ বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ,মুক্তিযোদ্ধা, ডাক্তার,ইন্জিনিয়ার, আইনজিবী,
সাংবাদিক, বিভিন্ন স্কুল- কলেজ শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সকল পেশার মানুষ গন স্বাক্ষর প্রধান করেন।
স্মারকলিপি প্রদান কালে বক্ত্যরা বলেন,পবিত্র ঈদুল ফিতরের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকারী নির্ধারিত নিয়ম অনুসারে ভাড়া আদায় ও উন্নত বাস সার্ভিস চালু করা না হলে এবং কোন প্রকার যাত্রীদের হয়রানী করা হলে
বাঁশখালীর সাধারন জনগন রাস্তায় নামবে বলে হুশিয়ারি দেন।
স্মারকলিপি গ্রহন কালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন বলেন, বাঁশখালীতে সড়কে চলাচলকারী যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকারী নির্ধারিত নিয়ম অনুসারে ভাড়া আদায় ও উন্নত বাস সার্ভিস চালু করার
বিষয়টি মাননীয় মন্ত্রীকে অবিহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।