বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা আক্রান্ত
বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত পরশু দিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। আজ রাত ১০ টার দিকে কভিড ১৯ পজিটিভের খবর বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাঁর শহরের বাসা কাতালগঞ্জ আবাসিক এলাকায়। উক্ত আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নাসিমুল আহসান চৌধুরী জুয়েল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বাঁশখালী টাইমসকে বলেন- ‘আক্রান্ত চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে। আতঙ্কের কারণ নেই। আমরা সর্বোচ সেবা দিতে প্রস্তুত।
আক্রান্ত চিকিৎসককে আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে।