রিয়াদুল ইসলাম রিয়াদ: বাঁশখালীস্থ ছাত্র-ছাত্রীদের প্রাণপ্রিয় সংগঠন বাঁশখালীর সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক সভা নগরীতে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম অাহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক ওকানউদ্দীন সাকিব, ইউনিয়ন সমন্বয়ক সিরাজ, সংগঠনের সিনিয়র সদস্য রিয়াদুল ইসলাম রিয়াদ, কালিপুরের প্রতিনিধি শাহেদুল ইসলাম, নিজাম উদ্দীন, লিংকন সুশীল ও ফরহাদ রানা প্রমুখ।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও অাগামীর বাঁশখালীর শিক্ষাখাতকে এগিয়ে নেওয়ার লক্ষে বাঁশখালীর সব কলেজ ও মাদ্রাসায় এবং হাই স্কুলে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।