দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া সরকারি কলেজে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাঁশখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন ( Banshkhali Student Association ) সাতকানিয়া সরকারি কলেজ শাখার কমিটি গঠিত হয়েছে।
গতকাল বাঁশখালী উপজেলায় সাবেক সভাপতি আজিজুল হকের সঞ্চালনায় বড়ঘোনা রহমানিয়া মাদরাসার সহকারি শিক্ষক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এক যৌথ সভার আয়োজন করা হয়। বাঁশখালী স্টুডেন্ট’স এসোসিয়েশনের ( Banshkhali Student Association ) উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে মুহাম্মদ তৌহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ মারুফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিদারুল ইসলাম, মনিরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি