তাফহীমুল ইসলাম, বাঁশখালী- কথায় আছে, মানবসেবা পরম ধর্ম। এবার সেই মানবসেবার দৃপ্ত শপথ নিয়ে বাঁশখালীর শীলকূপের টাইমবাজারে শুভ উদ্বোধন হলো বাঁশখালী স্কয়ার ক্লিনিক। আজ বিকেলে ক্লিনিকের চেয়ারম্যান সাংবাদিক শাহ মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে ক্লিনিক কনফারেন্স হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুনির উদ্দীন চৌধুরী, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এমডি জসীম উদ্দীন, সমাজসেবক আলহাজ্ব শফি আলম কোম্পানি, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, ‘মানুষকে সত্যিকারের সেবা দেয়ার মানসে বাঁশখালী স্কয়ার ক্লিনিক যাত্রা শুরু করছে। তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। আমি আমার অবস্থান থেকে এই ক্লিনিকের মান উন্নয়নে সহায়তা করবো। এই ক্লিনিকের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ সমাপনী বক্তব্যে ক্লিনিকের চেয়ারম্যান সাংবাদিক শাহ মুহাম্মদ শফি উল্লাহ বলেন, ‘ক্লিনিকের কথা বললেই ‘গলাকাটা’ বলে একটি শব্দ ওঠে আসে। আমরা মানুষের মাঝে প্রচলিত এই ধারণা দূর করে সত্যিকারের চিকিৎসা সেবা নিশ্চিত করবো। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।’