বাঁশখালী সাহিত্য পরিষদের “লেখক-পাঠক সম্মেলন” অনুষ্ঠিত

বাঁশখালীর সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে প্রতিষ্ঠিত বাঁশখালী সাহিত্য পরিষদের প্রথম “লেখক-পাঠক সম্মেলন-২০১৭” অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ জুলাই সন্ধ্যায় দৈনিক পূর্বদেশ কার্যালয়ে সংগঠনের আহবায়ক কবি কমরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কবি আরকানুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-সচিব কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ মিজানুর রহমান,
দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ঠ আদিবাসী গবেষক কবি হাফিজ রশিদ খান, দৈনিক পূর্বদেশের জি.এম কামরুল ইসলাম হোসাইনী, পূর্বদেশের সহ-সম্পাদক কবি আবু তালেব বেলাল।

সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আবু ওবাইদা আরাফাত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কবি সাঈদুল আরেফিন, কবি ইলিয়াস বাবর, প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার, লায়ন মোহাম্মদ আইয়ুব, কবি মোস্তাফা হায়দার, ইদানীং সম্পাদক মিনহাজুল ইসলাম মাছুম, ঔপন্যাসিক আরমানুজ্জামান, উকান উদ্দীন সাকিব প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাজমুল আহসান, সাইফুল ইসলাম, আতিক রহমান, মো: আশিক এলাহী, মু. আরিফুল ইসলাম, মোস্তফা হোছাইন, ইমরানুল হক, মীর্জা মোহাম্মদ তৌহিদ, মুশফিক আবরার, জুবাইরুল ইসলাম, ওয়াসিম আহমেদ, আবু হুরাইরা ইসফাক, আব্দুল হাকিম, মো: তৌহিদুল ইসলাম, আব্দুল গফুর, তায়েমুল হক, ছাদিব ছোবাহান, মনিরুল ইসলাম মুন্না, মো. ফরহাদ উদ্দীন পারভেজ, আতাউল্লাহ মোহাম্মদ, আবদুল্লাহ- আল মিজবা, অনিমেষ রৌদ্র, আবুল কালাম আজাদ, উম্মে হাবিবা বর্ণা প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন- বাঁশখালীর নবীন-প্রবীন কবি-সাহিত্যিকদের সমন্বয়ে এ জাতীয় শিঁকড় সন্ধানী সংগঠন সময়ের দাবি ছিল। বাঁশখালীর কৃতি মানব মধ্যযুগ থেকে শুরু করে যেসব কবি সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদান রেখেছে, তা আমাদের গর্ব, লালন ও চর্চার বিষয়। তরুণদের মাঝে আমাদের অতীত ঐতিহ্য এবং পূর্বসূরিদের অবদান তুলে ধরতে হবে।

বক্তারা আরও বলেন- ভৌগলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবেচনায় বাঁশখালীর মতো সমৃদ্ধ পর্যটন উপজেলা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এখানকার প্রাকৃতিক বিন্যাস কাব্য রচনার অসমান্য উপাদান।

প্রধান অতিথি বাঁশখালী সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপির পক্ষে পূর্বদেশের জি.এম কামরুল ইসলাম হোসাইনী বলেন- “বাঁশখালী সাহিত্য পরিষদের অগ্রগতির জন্য তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিষদের উদ্যোগে লেখক সম্মেলন, সাময়িকী, সাহিত্য পুরস্কার ইত্যাদি কর্মকান্ডে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন।” -প্রেস বিজ্ঞপ্তি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *