মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মঙ্গলবার (২৯ জানুয়ারী ) সকাল ১১ টায় এক সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাস্টার অঞ্জন চক্রবর্তী ও তাহেরা বেগমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোতোষ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি সুজন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বাবু শ্যামল কান্তি দাশ, অভিবাবক সদস্য আমির হোসেন, লেয়াকত আলী, বাঁশখালী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ, শিক্ষকের মধ্যে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ,মোঃ ওসমান,অচিন্তা কুমার আচার্য্য, সত্বজিৎ বড়ুয়া,সুমীতা দেয় প্রমূখ।
এর পূর্বে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মারুয়া আহমদ ও তাহসিনা হোসেন চৌধুরী। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
