BanshkhaliTimes

বাঁশখালী সমুদ্র সৈকত সংযুক্ত বেইলী ব্রীজের সংস্কার কাজ শুরু

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকতে যাতায়াতের সংযোগ সড়কের বশির উল্লাহ মিয়াজী বাজারস্থ বেইলী ব্রীজটি পাটাতন নষ্ট হয়ে নাজুক অবস্থার পর সংস্কার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ বেইলী ব্রীজ দিয়ে পারাপারে গত ২ মাসে অন্তত ২০-২৫ জন নারী পুরুষ বিভিন্ন ভাবে আহত হন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ব্রীজটি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, আবু জাফর চৌধুরী, ইউপি সদস্য মালেক সিকদার, রওশনজ্জামান, সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। ব্রীজের সংস্কার কাজ পরিদর্শনকালে চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকত মিনি কক্সবাজার নামে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে ভ্রমণ পিপাসুদের মাঝে। কিন্তু ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে এই সমুদ্র সৈকতে যাতায়াতের বাহারছড়া বশির উল্লাহ মিয়াজী বাজারস্থ জলকদর খালের উপর অবস্থিত বেইলী ব্রীজ পাটাতন নষ্ট হয়ে যায়। গত পাঁচ বছরে বেইলী ব্রীজটি বেশ কয়েকবার সংস্কার করা হলেও সম্প্রতি বেইলী ব্রীজটির পাটাতন ভেঙে যায়। যানবাহন চলাচল ও সাধারণ মানুষের চলাচলের এই বেইলী ব্রীজটি সংস্কার কার্যক্রম চলছে। এছাড়াও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ডিও লেটারের মাধ্যমে এই ব্রীজটি স্থায়ী ব্রীজ হিসেবে নির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার লিখিতভাবে দরখাস্ত দিয়েছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *