“সমিতির সম্মানিত সভাপতি রাষ্ট্রীয় কাজে ১জুন’২০১৮ ব্যস্ত থাকায় অনিবার্য কারণ বশত তারিখ পরিবর্তন করে ৬ জুন ২০১৮ করা হয়েছে। ,,
“প্রিয় বাঁশখালীবাসী,
আসসালামু আলাইকুম
বাঁশখালী সমিতি – ঢাকা’র আয়োজনে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আগামী ০৬ জুন,২০১৮(২০ রমজান, ১৪৩৯) বুধবার বিকাল ৩:৩০ মিনিট, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত পুষ্পদাম রেষ্টুরেন্ট,৬২/৩, পুরানা পল্টন,ঢাকা’র মিলনায়তনে (সপ্তম তলায়) ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
বাঁশখালী সমিতি-ঢাকা’র উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনাকে স্বপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আন্তরিক শুভেচ্ছান্তে
মোহাম্মদ শাহরিয়ার ইমন
সদস্য সচিব, ইফতার ও দোয়া মাহফিল
বাঁশখালী সমিতি-ঢাকা
মোবাইল -০১৯২-১৩৫৮২৮৬
মোঃ শাহাবুদ্দীন আরিফ
আহবায়ক, ইফতার ও দোয়া মাহফিল।
বাঁশখালী সমিতি-ঢাকা
মোবাইল -০১৬৮২-৩৫৭৭৪৫
প্রেস বিজ্ঞপ্তি