BanshkhaliTimes

বাঁশখালী সমিতি ঢাকার ইফতার মাহফিল ও শপথ অনুষ্ঠিত

ঢাকাস্থ বাঁশখালীর অন্যতম সংগঠন ‘বাঁশখালী সমিতা ঢাকা’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল গত বুধবার (৬জুন) পুরানা পল্টন পুষ্পধাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ বাঁশখালীবাসীর মিলনমেলা ও ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন ঢাকা-বাঁশখালী সমিতির আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আরিফ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আনাস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনের সচিব ড. জাকারিয়া, বাঁশখালী-ঢাকা সমিতির নব-নির্বাচিত সভাপতি ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন-সদস্য সচিব মো. হাবিবুল কবির চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ শরিফি, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. বোরহান উদ্দিন, ড. মো. জকরিয়া, খোরশেদুল আলম চৌধুরী, প্রফেসর ডা. মো. আলমগীর, ফ্লাইট লে. (অবঃ) মীর মাহমুদুল হক, ব্যারিস্টার হাসান এ আজীম দোলন, ঢাকা ডিভিশন জর্জ মো.শফিউল আযম, যুবলীগের কেন্দ্রীয় নেতা কায়কোবাদ ওসমানি, ছাত্রনেতা সালাহউদ্দিন সাকিব, প্রিয় বাঁশখালীর নির্বাহী সম্পাদক এস. এম. জসিম, সম্পাদনা সহযোগী রাসেল চৌধুরীসহ ঢাকাস্থ বাঁশখালীর মান্যবর ব্যক্তিগণ।

এসময় বিচারপতি বোরহান উদ্দিনের পরিচালনায় নবনির্বাচিত কমিটির সদস্য হাবিবুল কবির চৌধুরী, প্রফেসর আজিজ আহমদ শরীফি, আবু মহিউদ্দিন কাদেরী, এডভোকেট এস এম আরিফ, মোঃ জাকারিয়া , সেলিম, শাহাবুদ্দিন আরিফ, হানিফ মাহমুদ, শাহরিয়ার ইমন,মমতাজ, মালেক সহ অপরাপর সদস্যদের
শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা-বাঁশখালী সমিতি সবসময় বাঁশখালীর কল্যাণে নিয়োজিত থাকবে। এ সমিতির উদ্যোগে বাঁশখালীর গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাবস্থা করবেন বলেও জানান তারা। অনুষ্ঠানের সর্বশেষে বাঁশখালীবাসীর জন্য দোয়া ও সমিতির জীবিত এবং মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রিদওয়ান। ।

প্রেস রিলিজ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *