BanshkhaliTimes

বাঁশখালী সমিতি চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

BanshkhaliTimes

চট্টগ্রাম শহরস্থ বাঁশখালীবাসীর ঐতিহ্যবাহী সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে দুই অধিবেশনে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২২ মার্চ ২০১৯ ইং সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রথম অধিবেশন বিষয়ভিত্তিক আলোচনা সভা সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।

‘স্যারের সম্মানে স্যার’ ও ‘শিক্ষা মুক্তির মূলপথ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত পদার্থবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোছাইন, আলোচক লেখক ও শিক্ষা সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রফেসর ড. এন কে এম আকবর হোসাইন, বাঁশখালী সমিতির উপদেষ্টা লায়ন মনজুরুল আহসান চৌধুরী বাবুল, আয়োজক কমিটির সদস্য সচিব জসীম উদ্দিন আহমদ, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে.এম সালাহউদ্দীন কামাল।

বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি ও ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে দুপুর ২ টা ৩০ হতে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। কর্মশালা পরিচালনা করেন টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষা গবেষক শামসুদ্দীন শিশির।

বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন লায়ন শেখর দত্ত, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাহাব উদ্দিন চৌধুরী, ডা. স্বপন দত্ত, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, রাসেল জনি, শওকত আউয়াল চৌধুরী,
ডা. আসিফুল হক, মাঈনুল আজীম সোহেল, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সহযোগী ছিলেন শিক্ষা, সমাজ ও সংস্কৃতিবিষয়ক উদ্যোগ সুভাস [সুন্দর ভাবনা সভা]।

আলোচনা ও কর্মশালায় বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *