
চট্টগ্রাম শহরস্থ বাঁশখালীবাসীর ঐতিহ্যবাহী সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে বিষয়ভিত্তিক আলোচনা সভা ও ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ আগামী ২২ মার্চ ২০১৯ ইং শুক্রবার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে ‘স্যারের সম্মানে স্যার’ এবং ‘শিক্ষা মুক্তির মূল পথ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা সভা ও ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, পরিচালক- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল। প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোছাইন। কর্মশালা পরিচালনা করবেন টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের অধ্যাপক শামসুদ্দিন শিশির।
বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আয়োজনের সহযোগী সু ভা স ( সুন্দর ভাবনা সভা)।
প্রেস বিজ্ঞপ্তি