
চট্টগ্রামস্থ বাঁশখালীর বিভিন্ন পেশাজীবীদের প্রাণের সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি।
এতে সমাজসেবায় সম্পৃক্ত হতে আগ্রহীদের সাধারণ সদস্য ও আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
আগামী ৩০ জানুয়ারি ২০১৯ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহের আহবান করা যাচ্ছে।
০১৬৩৬১২১২১২ (এম আইয়ুব), ০১৮১৯৩৯৬২১০ (স্বপন বাবু), ০১৭১১৩৮০৫৮৯ (লায়ন জুয়েল), ০১৮১৪৮৯৬৭৩৮ (আরাফাত), ০১৮১৮১৯৫২৮৬ (নাফিজ), ০১৭১৬০৮৪৩৪৭ (এড. আউয়াল), ০১৯২৫১৫৭২১২ (কলিম), ০১৮৪৩৯২৮১৬৫ (ডা. আসিফ)।
সদস্যদের ছবি ও ঠিকানা মিলনমেলা উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিনে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে পূর্বের আজীবন সদস্যদের ফরম হালনাগাদ পূর্বক নতুন ছবি জমা দেয়ার অনুরোধ করা যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি