BanshkhaliTimes

বাঁশখালী সমিতি চট্টগ্রামের ভার্চুয়াল আলোচনা সভা আজ

BanshkhaliTimes

বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা আজ রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।

এতে বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর, সহ সভাপতি এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন সহ সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখবেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধাপূর্বক আলোচনা রাখবেন বক্তারা। এছাড়াও সংগঠনের বিগত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাও বাঁশখালীবাসীর সামনে তুলে ধরবেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি বাঁশখালীভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল বাঁশখালী টাইমসের ফেসবুক পেজে স্ট্রীমইয়ার্ড লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়িয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বাঁশখালীবাসীকে বাঁশখালী টাইমস পেজের কমেন্ট সেকশনে বিভিন্ন মতামত, প্রশ্ন ও পরামর্শের মাধ্যমে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *