BanshkhaliTimes

বাঁশখালী সমিতি চট্টগ্রাম- সিবিসির ‘পর্যটন উপজেলা’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

BanshkhaliTimes

বাঁশখালী সমিতি চট্টগ্রাম ও সিটিজি বাইকার ক্লাব সিবিসির উদ্যোগে বাঁশখালীতে আজ ৬ সেপ্টেম্বর ২০১৯ ইং ‘পর্যটন উপজেলা’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এতে সিবিসির প্রায় ৫০ জন মোটরসাইকেল আরোহী র‍্যালীতে অংশ নেন। সকালে বাঁশখালী সমুদ্র সৈকতে শোডাউন শেষে বিকালে সাঙ্গু সেতুর দক্ষিণপাড়ে বাঁশখালীকে পর্যটন উপজেলা হিসেবে ঘোষণার দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন। তিনি বলেন- ‘প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সম্মিলন বাঁশখালীকে পর্যটন উপজেলা হিসেবে সরকারী স্বীকৃতি আজ সময়ের দাবি। বাঁশখালীর পূর্বে দিগন্তজোড়া পাহাড় ও পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সৈকতের বিস্তীর্ণ বেলাভূমি ভৌগলিকভাবে আশীর্বাদপুষ্ট।’
সিবিসির পক্ষে বক্তব্য রাখেন এডমিন এসএম রিংকু ও মাঈন উদ্দীন। সিবিসির এডমিন এসএসম রিংকু বলেন- ‘আমাদের সদস্যদের অনেকেই ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছে। আমরা সকলেই বাঁশখালী সৈকতের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ। পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগ ও পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির দরকার আছে বলে মনে করি।’

এতে উপস্থিতি ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আসিফুল হক, মিশকাত উদ্দিন রুবেল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *