বাঁশখালী টাইমস: চট্টগ্রামস্থ বাঁশখালীর বিভিন্ন পেশাজীবীদের প্রাণের সংগঠন বাঁশখালী সমিতির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবির ইভিপি, চট্টগ্রামের রিজিওনাল হেড মোসলেহ উদ্দিন মনসুর।
এ লক্ষ্যে বাঁশখালী সমিতি চট্টগ্রামের এক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটির নির্বাচন নগরীর ওয়েল পার্কে গত ১২ সেপ্টেম্বর ২০১৮ ইং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চট্টগ্রাম- ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দীন, সহ সভাপতি- বিশিষ্ট রাজনীতিবিদ আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরী, সাধারণ সম্পাদক- লায়ন এম আইয়ুব, যুগ্ম সম্পাদক- নাফিজ মিনহাজ, অর্থ সম্পাদক- লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক- আবু ওবাইদা আরাফাত, তথ্য ও গবেষণা সম্পাদক- ডা. আসিফুল হক, নির্বাহী সদস্য- কলিম উল্লাহ আজাদ, নির্বাহী সদস্য- হারুনুর রশিদ প্রমুখ।
সভায় বাঁশখালীর ভৌগলিক ও পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সম্পদ, উপকূলীয় উন্নয়ন, পরিবহন সমস্যা, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ইস্যুতে বাঁশখালী সমিতি চট্টগ্রাম কার্যকরী ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।