BanshkhaliTimes

বাঁশখালী সমিতির সহ সভাপতি হলেন সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল জিয়া উদ্দীন

বাঁশখালী টাইমস: চট্টগ্রামস্থ বাঁশখালীর বিভিন্ন পেশাজীবীদের প্রাণের সংগঠন বাঁশখালী সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন।

এ লক্ষ্যে বাঁশখালী সমিতি চট্টগ্রামের এক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটির নির্বাচন নগরীর ওয়েল পার্কে গত ১২ সেপ্টেম্বর ২০১৮ ইং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চট্টগ্রাম- ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়াকে নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এজিএস, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিক মোসলেহ উদ্দীন মনসুর, সহ সভাপতি- বিশিষ্ট রাজনীতিবিদ আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরী, সাধারণ সম্পাদক- লায়ন এম আইয়ুব, যুগ্ম সম্পাদক- নাফিজ মিনহাজ, অর্থ সম্পাদক- লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক- আবু ওবাইদা আরাফাত, তথ্য ও গবেষণা সম্পাদক- ডা. আসিফুল হক, নির্বাহী সদস্য- কলিম উল্লাহ আজাদ, নির্বাহী সদস্য- হারুনুর রশিদ প্রমুখ।

সভায় বাঁশখালীর ভৌগলিক ও পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সম্পদ, উপকূলীয় উন্নয়ন, পরিবহন সমস্যা, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ইস্যুতে বাঁশখালী সমিতি চট্টগ্রাম কার্যকরী ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি।

Spread the love

1 thought on “বাঁশখালী সমিতির সহ সভাপতি হলেন সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল জিয়া উদ্দীন”

  1. ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চট্টগ্রাম- ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া , সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিক মোসলেহ উদ্দীন মনসুর & বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন ভাইকে আন্তরিক অভিনন্দন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *